শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪

অনুভূতি-দেবলীনা চৌধুরী

 আমার লেখা e-book 'অনুভূতি'

 আশা করবো 'অনুভূতি' পড়ে যা অনুভব হবে সেটা অবশ্যই  জানাবেন। 

 Links⬇️

E-Book-অনুভূতি


উপরে উল্লেখিত সাইটের(google) লিংক থেকে e-book পড়তে পারেন।

 কোনও বিষয়ে যদি কোন বিশেষ বক্তব্য থাকে তাও জানাতে পারেন। (Feel Free to share your opinions)





@Copyright 

বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

অনেকদিন পর দেখা(চতুর্থ ভাগ)- দেবলীনা চৌধুরী

 বোন ওর থেকে প্রায় সাত বছরের ছোট। সংসারে আর্থিক  অনটন  এতটাই বেড়ে গেছে যে চাকরিটা পাওয়ার তার খুব দরকার।  

 রাতে বিছানায় শুয়ে কিছুতেই ঘুমোতে পারছিল না তন্ময়। পড়াশোনায় কোনদিনই খারাপ ছিল না তন্ময়, তবে চাকরির বাজারে যে প্রতিযোগিতা তাতে সে অনেকটাই  পিছিয়ে পড়েছে।  

ঘুম আসছিল না তন্ময়ের, ছাদে গিয়ে পায়চারি করতে শুরু করল, ওর মাথার মধ্যে ঘুরতে থাকলো আকাশের কথাগুলো! 

অভিষেককে ফোন করল তন্ময়, সেভাবে কারও সঙ্গে আর যোগাযোগ নেই, আকাশকে কয়েকবার ফোন করেছিল ফোনে পায়নি। কলেজে তন্ময় আকাশ অভিষেক তিনজন ভালো বন্ধু ছিল। মাঝে বাবা অসুস্থ থাকায় তন্ময়  চাইলেও কারও সঙ্গে  বিশেষ ভাবে যোগাযোগ রাখতে পারেনি। 

ইতস্তত বোধ করছিল ঠিকই, তাও ফোন করেই ফেলল অভিষেককে তন্ময়। 

দু একটা কথা বলার পর তন্ময় ওকে যা বলল তা শুনে রীতিমত হাড়হিম হয়ে গেল অভিষেকের। তন্ময় ওকে জানালো যে অভিষেক মাস দুয়েক  আগে মারা গেছে। 

শনিবার, ৩০ জুলাই, ২০২২

সব হারিয়েও যারা আত্মবিশ্বাস হারাইনি

  কিছু মানুষ সত্যি জীবনের অনুপ্রেরণা হয়, তঁারা সবকিছু হারিয়ে ফেলার পরেও, আত্মবিশ্বাস হারায় না। নিজে  লড়াই করার সঙ্গে সঙ্গে অন্যদেরকে বাঁচার সাহস যোগায়।আর এই ধরনের কিছু মানুষ আজও সমাজ আছে বলে অন্যরাও  মনের জোরের প্রতি ভরসা রাখে। আর এই ধরনের মানুষরাই বারবার বিশ্বাস করতে শেখায় জীবনের লড়াই ছলনা দিয়ে নয়, পরিশ্রমের মাধ্যমে লড়তে হয়।

সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

লড়াই সে করবেই-দেবলীনা চৌধুরী

গুল্ম অবস্থা থেকে নানারকম ঝড়-ঝাপটার সাথে লড়াই করতে করতে সেদিনের সেই ছোট গাছটা  ভেবেছিল আর হয়তো সে লড়াই করতে পারবে না, কিন্তু সেদিন তাকে  ভরসা যুগিয়েছিল তার থেকে অপেক্ষাকৃত পাশের বড় গাছেরা, তারা ওকে বুঝিয়ে ছিলো, লড়াই করেই এই  পৃথিবীতে বাঁচতে হয়। 

আজ পরিস্থিতি অনেকখানি পাল্টে গেছে, সেই ছোট গাছটা আজ লড়াই করতে করতে অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু তার আশপাশের বড় গাছেরা আজ অনেকটাই বৃদ্ধ হয়েছে, কেউ কেউ আবার ইতিমধ্যেই মৃত্যুকে বরণ করে নিয়েছে, যা দেখে সেই গাছটা আবার ভয় পাচ্ছে। কিন্তু ওই যে! তাকে বড় গাছেরা শিখিয়ে গেছে, জীবনে ঝড়- ঝাপটা আসবেই, তুমি যদি হাসি মুখে প্রকৃতিকে নিজের বন্ধু মনে করে লড়াইটা চালিয়ে যেতে পারো তবেই তুমি টিকে থাকতে পারবে, জয় তোমারই হবে, সেই বিষয়টা সে কোনদিন ভুলবে না। আর তাই সে নিজের মনকে আবার শক্ত করছে, কারণ যতক্ষণ তার প্রাণ আছে লড়াই সে করবেই।


 

রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

অনেকদিন পর দেখা (তৃতীয় ভাগ)

 "২ লাখ লাগবে, দিলেই চাকরি পাকা "। আকাশের গলা শুকিয়ে আসে, এত টাকা ও পাবে কোথায়,  আর কিভাবে  বাবাকে এই কথা বলবে?  অথচ চাকরিটা ওর  সত্যি খুব দরকার। বাবা বেসরকারি সংস্থায় কাজ করতেন, বর্তমানে অবসরপ্রাপ্ত। খুব সামান্য বেতন ছিল , অল্প টাকায় সংসার সামলে আকাশ ও তার বোনকে পড়াশোনা শিখিয়েছেন।

শনিবার, ৩১ জুলাই, ২০২১

পুরনো স্মৃতির আলিঙ্গন

এই দেখ ওই ভাঙা বিল্ডিংটা আর নেই! ক্যান্টিনের রাস্তাটাও কি পরিষ্কার, আমাদের সময়তো এত পরিপাটি ছিল না, কিন্তু দেখে খুব ভালো লাগছে অমরকে বলল লিজা।পাঁচ বছর পর রিইউনিয়ন হচ্ছে, করোনার জন্য ওদের ফেয়ারওয়েল জুনিয়ররা  দিতে পারেনি তাই সবাইকার সাথে রেজাল্ট আউট হওয়ার পর  আর দেখা হয়নি।সুমন আর নেই, করোনাভাইরাস ওর  জীবন কেড়ে নিয়েছে।রাধিকা ভেবেছিল নিজের মনের কথা গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পর সুমনকে জানাবে, কিন্তু গ্রাজুয়েশনের রেজাল্ট আউট হওয়ার আগেই সুমনে পৃথিবী ছেড়ে চলে যায়।রাধিকা একটা কোম্পানিতে কনটেন্ট রাইটারের কাজ করে, ছুটি পায়নি তাই  আসতে পারেনি, আসলে এই জায়গাটাতে আর ফিরে আসতেও চাইনি যেখানে ওর সাথে সুমনের অনেক স্মৃতিরা রয়েছে।লিজার একটা গানের স্কুল আছে,বরাবরই ভালো গান করে লিজা, ক্যাম্পাসের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ও গুনগুনিয়ে উঠলো "কলেজের দিনগুলো চোখের সামনে, হারানো স্মৃতি হারানো গান".... অমরের একটার পর একটা ফোন আসছে, একটি কোম্পানিতে  মার্কেটিং ম্যানেজারের কাজ করে ও, তাই অনেক কষ্টে ছুটি নিলেও ব্যস্ততা ওর সাথেই রয়েছে। কিন্তু চারপাশে তাকিয়ে ওর মনে হলো কেউ যেন স্মৃতির চাদর বিছিয়ে দিয়েছে, ক্যান্টিনের পাশেই ছিল দিলীপদার চায়ের দোকান, ওখানে বন্ধুদের সাথে অনেক মুহূর্ত কাটিয়েছে, প্রতিটা ইন্টারনাল পরীক্ষা দেওয়ার পরে,  ওর মাথা ধরাটা দিলীপদার হাতের চা খেয়েই কমতো। অমর লিজা, সুমন,  রাধিকা এই চারজনের খুব গভীর বন্ধুত্ব ছিল। অর্থনীতিতে অনার্স নিয়ে যখন ওরা ভর্তি হয়েছিল, তখন কেউ কাউকেই চিনতো না। সময়ের সাথে সাথে  অনেকের সাথে ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল, সোশ্যাল মিডিয়ার  মাধ্যমে অনেকের সাথেই যোগাযোগ রয়েছে এবং তারা অনেকেই আসবে বলেছে।


প্রফেসরদের সাথে, স্টাফদের সাথে এবং বিশেষত  পুরনো বন্ধুদের সাথে দেখা হওয়ার পর সবাই যেন সেই পুরনো দিনগুলোতে ফিরে গেল। এর মাঝে খাওয়া-দাওয়া, আনন্দ  সবকিছুর মাধ্যমে একটা দিন কেটে গেল। স্মৃতির ভেলায় ভেসে সবাই  কিভাবে পাঁচ বছর আগের মুহূর্তগুলোতে কিভাবে পৌঁছে গেল,  নিজেরাই বুঝতে পারলো না!

সোমবার, ২৬ জুলাই, ২০২১

আবেগ ও বাস্তবতা

 আমরা একটা কথা শুনতে  অভ্যস্ত যে,' আবেগ দিয়ে জীবন চলে না'। কথাটি সঠিক হলেও জীবনে এমন কিছু মুহূর্ত থাকে যখন আবেগই আমাদেরকে সামাল দিতে পারে।যখন কঠিন বাস্তবের সম্মুখীন হয়ে, আমরা আমাদের স্বপ্ন গুলোকে চোখের সামনে ভেঙে যেতে দেখি, তখন আবেগই তার মলম দিয়ে হৃদয়ের সব  ক্ষতগুলোকে মেরামত করে। নতুন করে সবকিছু গড়ে তোলার অনুপ্রেরণা যোগায়।

শনিবার, ১৭ জুলাই, ২০২১

অনেকদিন পর দেখা (দ্বিতীয় ভাগ)

 আকাশ বলে "এই রাস্তায় কখনো আসিস না, খুব খারাপ রাস্তা অন্য রাস্তা দিয়ে যাতায়াত করিস "।

তন্ময় কিছুটা অবাক হয়, ও বলে ওঠে,  "ও সব ছাড় তুই আমার সাথে আমার বাড়িতে চল"।  আকাশ বলে, "নারে আমার যাওয়ার সময় হয়ে গেছে, ভালো থাকিস"। তন্ময় বাড়ি পৌঁছে আকাশের বলা  কথাগুলো ভাবতে থাকে, সেই সময়  ওর ফোনে একটা মেসেজ আসে।

সোমবার, ৩১ মে, ২০২১

অনেকদিন পর দেখা (প্রথম ভাগ)

  বৃষ্টি ভেজা রাস্তায় হঠাৎ পিছলে পড়ল তন্ময়, হঠাৎ মনে হল কেউ সামনে হাত বাড়িয়ে দিল, হাতটা  ধরে উঠতে গিয়ে ও খেয়াল করলো বহুদিনের পুরনো বন্ধু আকাশ। উঠে দাঁড়িয়ে তন্ময় আকাশকে বলে, "কিরে কোথায় ছিলি এতদিন, কত ফোন করেছি,ফোন বেজে গেছে ধরিসনি, সোশ্যাল  মিডিয়ায় তোকে এখন আর দেখতে পাইনা।

শুক্রবার, ২৮ মে, ২০২১

শিল্পীর মর্যাদা

 শিল্পী শুনেছি, সর্বদা তাঁর  শিল্পকর্মের মধ্যে দিয়ে বেঁচে থাকেন, অবশ্য সেটা তাঁর অর্জিত সম্মান।সমালোচনার মধ্যে প্রশংসা ও নিন্দা দুটোই থাকে, আসলে থাকা উচিত। যদিও জীবিত অবস্থায় সেটা একজন শিল্পীর ভাগ্যে খুবই কম জোটে!

বুধবার, ২৬ মে, ২০২১

ভুল বোঝাবুঝি

 


কিছু কিছু সময় এমন মনে হয় যে আমি ঠিক যা বলতে চাইছি উল্টোদিকের মানুষটা সেটা ঠিক ধরে ফেলবে,কিন্তু কোথাও যেন একটা দূরত্ব থেকেই যায় হয়তো তাকেই আমরা বলি ভুল বোঝাবুঝি। বেঁচে থাকা আর সবাই ভালোভাবে বেঁচে থাকুক এটাই যখন জীবনের একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় তখন মাঝে মাঝে মনে হয় যাদের সাথে এত ভুল বোঝাবুঝি ছিল যদি তারা সত্যি আমায় বুঝতো! কিন্তু ওই যে একটা দূরত্ব থেকেই যায়।

বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১

Feelings

 Dead feelings are sometimes reborn by the surge of tears

                                                                Debolina...

সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

Quote

 Let the world praise others, one day they will know your ability, even if not so don't be sad

                                                                       Debolina 


বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

জীবনের নিয়ম

ব্যর্থতার ভয় কিংবা প্রিয়জনকে  হারানোর ভয় মানুষ যতই অস্বীকার করুক না কেন, এই ভয় কমবেশি আমাদের সবাইকার রয়েছে। প্রচন্ড প্রতিকূল পরিস্থিতিতে এই ভয়গুলো আরও  বেশি করে চেপে ধরে আমাদের। একটাই প্রশ্ন তখন আমাদের মাথায় আসে সবকিছু যারা হারিয়ে ফেলে তারা কি জীবনের মূলস্রোতে ফিরতে পারে? উত্তরটা যাদের কাছে "হ্যাঁ", তারা সাময়িক ব্যর্থ হলেও বাস্তবিক জীবনে  সফল।আলোর সন্ধান তুমি করো কারণ সেখানে আগে থেকে অন্ধকার আছে, ভালো থাকার চেষ্টা তুমি করো কারণ আমরা সবাই ভালো থাকার চেষ্টাতেই আছি।

অনুভূতি-দেবলীনা চৌধুরী

 আমার লেখা e-book 'অনুভূতি'  আশা করবো 'অনুভূতি' পড়ে যা অনুভব হবে সেটা অবশ্যই  জানাবেন।   Links⬇️ E-Book-অনুভূতি উপরে উল্লেখি...