বোন ওর থেকে প্রায় সাত বছরের ছোট। সংসারে আর্থিক অনটন এতটাই বেড়ে গেছে যে চাকরিটা পাওয়ার তার খুব দরকার।
রাতে বিছানায় শুয়ে কিছুতেই ঘুমোতে পারছিল না তন্ময়। পড়াশোনায় কোনদিনই খারাপ ছিল না তন্ময়, তবে চাকরির বাজারে যে প্রতিযোগিতা তাতে সে অনেকটাই পিছিয়ে পড়েছে।
ঘুম আসছিল না তন্ময়ের, ছাদে গিয়ে পায়চারি করতে শুরু করল, ওর মাথার মধ্যে ঘুরতে থাকলো আকাশের কথাগুলো!
অভিষেককে ফোন করল তন্ময়, সেভাবে কারও সঙ্গে আর যোগাযোগ নেই, আকাশকে কয়েকবার ফোন করেছিল ফোনে পায়নি। কলেজে তন্ময় আকাশ অভিষেক তিনজন ভালো বন্ধু ছিল। মাঝে বাবা অসুস্থ থাকায় তন্ময় চাইলেও কারও সঙ্গে বিশেষ ভাবে যোগাযোগ রাখতে পারেনি।
ইতস্তত বোধ করছিল ঠিকই, তাও ফোন করেই ফেলল অভিষেককে তন্ময়।
দু একটা কথা বলার পর তন্ময় ওকে যা বলল তা শুনে রীতিমত হাড়হিম হয়ে গেল অভিষেকের। তন্ময় ওকে জানালো যে অভিষেক মাস দুয়েক আগে মারা গেছে।