শনিবার, ৩০ জুলাই, ২০২২

সব হারিয়েও যারা আত্মবিশ্বাস হারাইনি

  কিছু মানুষ সত্যি জীবনের অনুপ্রেরণা হয়, তঁারা সবকিছু হারিয়ে ফেলার পরেও, আত্মবিশ্বাস হারায় না। নিজে  লড়াই করার সঙ্গে সঙ্গে অন্যদেরকে বাঁচার সাহস যোগায়।আর এই ধরনের কিছু মানুষ আজও সমাজ আছে বলে অন্যরাও  মনের জোরের প্রতি ভরসা রাখে। আর এই ধরনের মানুষরাই বারবার বিশ্বাস করতে শেখায় জীবনের লড়াই ছলনা দিয়ে নয়, পরিশ্রমের মাধ্যমে লড়তে হয়।

1 টি মন্তব্য:

  1. লড়াই করতে জানতে হয়। লড়াই করে জিতে নেওয়ার জন্য দরকার হয় মনের জোর ও সাহস সংগে শিক্ষা৷ এগিয়ে চল

    উত্তরমুছুন

অনুভূতি-দেবলীনা চৌধুরী

 আমার লেখা e-book 'অনুভূতি'  আশা করবো 'অনুভূতি' পড়ে যা অনুভব হবে সেটা অবশ্যই  জানাবেন।   Links⬇️ E-Book-অনুভূতি উপরে উল্লেখি...