শনিবার, ১৭ জুলাই, ২০২১

অনেকদিন পর দেখা (দ্বিতীয় ভাগ)

 আকাশ বলে "এই রাস্তায় কখনো আসিস না, খুব খারাপ রাস্তা অন্য রাস্তা দিয়ে যাতায়াত করিস "।

তন্ময় কিছুটা অবাক হয়, ও বলে ওঠে,  "ও সব ছাড় তুই আমার সাথে আমার বাড়িতে চল"।  আকাশ বলে, "নারে আমার যাওয়ার সময় হয়ে গেছে, ভালো থাকিস"। তন্ময় বাড়ি পৌঁছে আকাশের বলা  কথাগুলো ভাবতে থাকে, সেই সময়  ওর ফোনে একটা মেসেজ আসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অনুভূতি-দেবলীনা চৌধুরী

 আমার লেখা e-book 'অনুভূতি'  আশা করবো 'অনুভূতি' পড়ে যা অনুভব হবে সেটা অবশ্যই  জানাবেন।   Links⬇️ E-Book-অনুভূতি উপরে উল্লেখি...