সোমবার, ৩১ মে, ২০২১

অনেকদিন পর দেখা (প্রথম ভাগ)

  বৃষ্টি ভেজা রাস্তায় হঠাৎ পিছলে পড়ল তন্ময়, হঠাৎ মনে হল কেউ সামনে হাত বাড়িয়ে দিল, হাতটা  ধরে উঠতে গিয়ে ও খেয়াল করলো বহুদিনের পুরনো বন্ধু আকাশ। উঠে দাঁড়িয়ে তন্ময় আকাশকে বলে, "কিরে কোথায় ছিলি এতদিন, কত ফোন করেছি,ফোন বেজে গেছে ধরিসনি, সোশ্যাল  মিডিয়ায় তোকে এখন আর দেখতে পাইনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

অনুভূতি-দেবলীনা চৌধুরী

 আমার লেখা e-book 'অনুভূতি'  আশা করবো 'অনুভূতি' পড়ে যা অনুভব হবে সেটা অবশ্যই  জানাবেন।   Links⬇️ E-Book-অনুভূতি উপরে উল্লেখি...