গুল্ম অবস্থা থেকে নানারকম ঝড়-ঝাপটার সাথে লড়াই করতে করতে সেদিনের সেই ছোট গাছটা ভেবেছিল আর হয়তো সে লড়াই করতে পারবে না, কিন্তু সেদিন তাকে ভরসা যুগিয়েছিল তার থেকে অপেক্ষাকৃত পাশের বড় গাছেরা, তারা ওকে বুঝিয়ে ছিলো, লড়াই করেই এই পৃথিবীতে বাঁচতে হয়।
আজ পরিস্থিতি অনেকখানি পাল্টে গেছে, সেই ছোট গাছটা আজ লড়াই করতে করতে অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু তার আশপাশের বড় গাছেরা আজ অনেকটাই বৃদ্ধ হয়েছে, কেউ কেউ আবার ইতিমধ্যেই মৃত্যুকে বরণ করে নিয়েছে, যা দেখে সেই গাছটা আবার ভয় পাচ্ছে। কিন্তু ওই যে! তাকে বড় গাছেরা শিখিয়ে গেছে, জীবনে ঝড়- ঝাপটা আসবেই, তুমি যদি হাসি মুখে প্রকৃতিকে নিজের বন্ধু মনে করে লড়াইটা চালিয়ে যেতে পারো তবেই তুমি টিকে থাকতে পারবে, জয় তোমারই হবে, সেই বিষয়টা সে কোনদিন ভুলবে না। আর তাই সে নিজের মনকে আবার শক্ত করছে, কারণ যতক্ষণ তার প্রাণ আছে লড়াই সে করবেই।